ভোপাল, ১৬ জুলাই (হি.স.): কেন্দ্রীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী ভূপেন্দ্র যাদব রবিবার ভোপালে থাকার সময় মুখ্যমন্ত্রীর বাসভবনে পৌঁছে মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় মন্ত্রী যাদবকে তাঁর বাসভবনে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানান। শরীর ঢেকে কেন্দ্রীয় মন্ত্রী যাদবকে অভিনন্দন জানান তিনি।
মুখ্যমন্ত্রী টুইটারে লিখেছেন, আজ কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের সঙ্গে তাঁর বাসভবনে সৌজন্য সাক্ষাৎ। এ উপলক্ষ্যে তাঁর সঙ্গে রাজ্যের কল্যাণ ও উন্নয়নমূলক বিভিন্ন বিষয় নিয়ে অর্থপূর্ণ আলোচনা হয়।
উল্লেখযোগ্যভাবে, কেন্দ্রীয় মন্ত্রী যাদব বর্তমানে ভোপালে তিন দিনের সফরে রয়েছেন। বিজেপি হাইকমান্ড তাকে মধ্যপ্রদেশ বিধানসভা নির্বাচনের ইনচার্জ নিয়োগ করেছে। ভোপালে থেকে তিনি বুথ থেকে রাজ্য স্তরের পদাধিকারীদের সঙ্গে বসে নির্বাচনী প্রস্তুতির কৌশল তৈরি করছেন।