মালদা, ১৬ জুলাই (হি.স.) : রবিবার সকালে বিজেপি কর্মীর রহস্য মৃত্যুতে ব্যাপক উত্তেজনা ছড়ায় মালদায়।
মালদার বামনগোলা ব্লকের মদনাবতি কয়নাদিঘীর গ্রামের ঘটনা। মৃতের নাম বুরন মুর্মু। তাঁর ছেলের বিরুদ্ধে তৃণমূলের মদতে সরাসরি উঠেছে খুনের অভিযোগ। স্থানীয় বিজেপি নেতৃত্বের অভিযোগ, বুরন বাবুর পুত্রবধূ এইবার তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়। ভোটে পরাজিতও হয় বিজেপির কাছে। এরপরই পরিবারে অশান্তি তুঙ্গে ওঠে। এদিন সকালে বুরন মূর্মুর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়। তার শরীরেও আঘাতের চিহ্ন রয়েছে। অভিযোগ উঠেছে, বিজেপির কাছে হেরে যাওয়ার আক্রোশে ছেলে বিপ্লব মুর্মু তার বাবাকে মেরে ঝুলিয়ে দিয়েছে। বিজেপি কর্মীর মৃত্যুতে সরাসরি তৃণমূলের হাত রয়েছে বলে অভিযোগ করেছেন এলাকার বিজেপি কর্মীরা। অভিযোগ অস্বীকার তৃণমূলের।
প্রসঙ্গত, পঞ্চায়েত ভোটের ফল প্রকাশের পরওও একের পর এক হিংসার খবর আসছে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে। এরমধ্যে রবিবার সকাল থেকেই রাজ্যের নানা প্রান্ত থেকে ফের হিংসার খবর আসতে শুরু করেছে।