অমিত শাহের সঙ্গে দেখা করলেন ওমপ্রকাশ রাজভর

নয়াদিল্লি, ১৬ জুলাই (হি. স.) : কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করলেন সুহেলদেব ভারতীয় সমাজ পার্টির সভাপতি ওমপ্রকাশ রাজভর। শনিবারই সাক্ষাতের পরই এনডিএ জোটে তাঁর দলের পুনরায় যোগদানের সিদ্ধান্তে সিলমোহর পড়ে।

বিজেপি নেতৃত্বাধীন জাতীয় গণতান্ত্রিক জোটে তাদের স্বাগত জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এটি উত্তর প্রদেশে জোটকে শক্তিশালী করবে। রবিবার সকালে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ টুইটারে ওপি রাজভরের সঙ্গে সাক্ষাতের ছবি পোস্ট করেন। ছবির ক্যাপশনে লেখেন, “দিল্লিতে ওপি রাজভরজির সঙ্গে দেখা করলাম। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে এনডিএ জোটে সামিল হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। ওঁকে এনডিএ-তে স্বাগত জানাচ্ছি। রাজভরজির আগমনে উত্তর প্রদেশে এনডিএ আরও শক্তিশালী হবে।”

সুহেলদেব ভারতীয় জনতা পার্টি ২০২২ সালের উত্তর প্রদেশ বিধানসভা নির্বাচনে মুলায়ম সিং যাদব-অখিলেশ যাদবের দল সমাজবাদী পার্টির জোটসঙ্গী ছিল। পূর্ব উত্তর প্রদেশে ওবিসি ভোটারদের মধ্যে বিশেষ প্রভাব রয়েছে সুহেলদেব ভারতীয় জনতা পার্টির। এদিন এনডিএ জোটে সামিল হওয়ার পরই ওপি রাজভর বলেন, “বিজেপির সঙ্গে হাত মিলিয়ে সামাজিক ন্যায়বিচার, দেশের নিরাপত্তা ও পিছিয়ে পড়া শ্রেণি, দলিত, মহিলা, কৃষক, যুবদের ক্ষমতায়নের লক্ষ্যে লড়ব।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *