দক্ষিণাঞ্চল: ২১৩, ২৩০.
পশ্চিমাঞ্চল:১৪৬, ২২২.
ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৬ জুলাই।। কর্তৃত্বপূর্ন জয় পেয়েছে দক্ষিণাঞ্চল। কাভেরাপ্পার পর কৌশিক ও রাই কিশোরের সাঁড়াশি বোলিংয়ে পশ্চিমাঞ্চলকে হারিয়ে দলীপ ট্রফি এখন দক্ষিণাঞ্চলের ঘরে। এ নিয়ে ১৪ বার চ্যাম্পিয়নের খেতাব পেয়েছে দক্ষিণাঞ্চল। দলীপ ট্রফির ফাইনাল ম্যাচের পঞ্চম তথা অন্তিম দিন বেশ জমজমাট পর্যায়ে শেষ হয়েছে । পশ্চিমাঞ্চল এবং দক্ষিণাঞ্চল, সম্ভাবনা ছিল দুই দলেরই। দলীপ ট্রফিতে খ্যাতনামা তথা ১৮ বারের ট্রফি বিজয়ী পশ্চিমাঞ্চলের সামনে জয়ের জন্য আজ রবিবার শেষ দিনে যখন আরো ১১৬ রানের প্রয়োজন ছিল, তখন মাত্র ৪০ রান সংগ্রহ করতেই অবশিষ্ট ৫ উইকেটের পতন ঘটে যায়। ৭৫ রানে সরাসরি জয় ছিনিয়ে চ্যাম্পিয়ন খেতাব পেয়েছে দক্ষিণাঞ্চল। বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে দলীপ ট্রফির ফাইনালে দক্ষিণাঞ্চল প্রথমে ব্যাটিংয়ের সুযোগ পেয়ে ২১৩ রান সংগ্রহের পর পশ্চিমাঞ্চল তাদের প্রথম ইনিংস ১৪৬ রানে গুটিয়ে নিতে বাধ্য হয়। ৬৭ রানে লিভ নিয়ে দক্ষিণাঞ্চল দ্বিতীয় ইনিংসের খেলা শুরু করে শেষ পর্যন্ত ২৩০ রান সংগ্রহ করে। ২৯৮ রানের টার্গেটে খেলা শুরু করে পশ্চিমাঞ্চল দ্বিতীয় ইনিংসে শনিবার চতুর্থ দিনের খেলা শেষে ৬২.৩ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৮২ রান সংগ্রহ করেছিল। অধিনায়ক পাঞ্চাল যথেষ্ট দায়িত্বের সঙ্গে ব্যাট চালালেও ৯৫ রানে কাবেরাপ্পার শিকার হয়ে পেভেলিয়নে ফিরতেই পশ্চিমাঞ্চল প্রমাদ গুনতে থাকে। অবশেষে পশ্চিমাঞ্চলের দ্বিতীয় ইনিংস ২২২ রানে শেষ হয়। দক্ষিণাঞ্চলের কৌশিক ও সাই কিশোর চারটি করে উইকেট পেয়েছে।