শিলং, ১৬ জুলাই (হি.স.) : মেঘালয়ে পৃথক পৃথক অভিযানে উদ্ধার হয়েছে প্ৰায় ৬.৬০ কোটি টাকা মূল্যের হেরোইন। মাদক পাচারের সঙ্গে জড়িত অভিযোগে দুই মহিলা সহ পাঁচজনকে গ্ৰেফতার করেছে রাজ্য পুলিশ।
প্ৰথমে রি’ভই পুলিশ লুমকেনি এলাকায় একটি অল্টো কারে তালাশি চালিয়ে হেরোইন ভরতি ৭০টি সাবানের বাক্স উদ্ধার করে। সাবানের বাক্সগুলি থেকে উদ্ধারকৃত হেরোইনগুলির বাজারমুল্য প্ৰায় ৫ কোটি টাকা হবে জানিয়েছে রি’ভই থানার পুলিশ। নিষিদ্ধ হেরোইনগুলির সঙ্গে পুলিশ তিনজনকে গ্ৰেফতার করেছে।
এদিকে দ্বিতীয় ড্ৰাগস বিরোধী অভিযান চালানো হয়েছিল পূ্র্ব জয়ন্তিয়া পাহাড় জেলার নঙশ্নিঙ গ্রামে। নঙশ্নিঙে অভিযান চালিয়ছিল ক্লেহরিয়েট থানার পুলিশ। পুলিশ অভিযান চালিয়ে হেরোইন ভরতি ২০টি সাবান কেস বজেয়াপ্ত করে। বাজেয়াপ্তকৃত হেরোইনগুলির আন্তর্জাতিক বাজারে মূল্য প্ৰায় ১ কোটি ৬০ লক্ষ টাকা। হেরোইন কারবারে জড়িত অভিযোগে নঙশ্নিঙ গ্রামের দুই মহিলাকে গ্ৰেফতার করেছে ক্লেহরিয়েট থানার পুলিশ।