নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ জুলাই৷৷ ১৫ জুলাই শনিবার সকাল ১১টায় শুরু হয় নূ্যনতম সহায়ক মূল্যে ধান ক্রয় কর্মসূচির উদ্বোধন হয়৷ এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলা সভাধিপতি হরিদুলাল আচার্য্য, মোহনপুর মহকুমা কৃষি বিভাগীয় আধিকারিক উত্তম সাহা, রাজু রবি দাস এবং খাদ্য দপ্তরের মোহনপুর বিভাগীয় আধিকারিক শ্যামল ঘোষ, বামুটিয়া বিধানসভার প্রাক্তন বিজেপি বিধায়ক কৃষ্ণধন দাস, বামুটিয়া ব্লক পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন শীলা দাস সেন সহ অন্যান্যরা৷ বিস্তারিত প্রতিক্রিয়া ব্যাক্ত করেন পশ্চিম ত্রিপুরা জেলা সভাধিপতি হরিদুলাল আচার্য্য৷
2023-07-15