তিপরা নক আউট ফুটবলের সাব-জোন্যাল ভিত্তিক উদ্বোধন

 ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৫ জুলাই।।শুক্রবার থেকে এডিসির দক্ষিণ জোন্যালের তাইকর্ম হায়ার সেকেন্ডারী স্কুল মাঠে সাবজোন্যাল ভিত্তিক তিপরা ফুটবল নক আউটের উদ্বোধন হয়। উদ্বোধনী ম্যাচে বিসি মনু ৪-০ গোলে কলসীমুখকে হারিয়ে জয়ী হয় । এই নক আউট ম্যাচে শুভ উদ্বোধন করেন দক্ষিণ জোন্যালের প্রাক্তন যুগ্ম চেয়ারম্যান হরেন্দ্র রিয়াং । সভাপতিত্ব করেন বিসি মনু সাবজোন্যালের চেয়ারম্যান রনজিৎ রিয়াং। স্বাগত ভাষণ রাখেন দক্ষিণ জোন্যালের জোন্যাল আধিকারিক অজিত দেববর্মা । অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কলসীমুখ সাবজোন্যালের চেয়ারম্যান বেলীসন ত্রিপুরা, রূপাইছড়ি ভিলেজ কমিটির চেয়ারম্যান উগ্য মগ । আগামী ১৭ জুলাই ভৈরব দেওয়ান জেবি স্কুল মাঠে মনুবংকুল সাবজোন্যাল ও কালাডেপা সাবজোন্যালের মধ্যে খেলা হবে এবং আগামী ২০ জুলাই এই নক আউট ম্যাচের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে বলে দক্ষিণ জোন্যাল অফিস সূত্রে জানানো হয় ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *