কলকাতা, ১৫ জুলাই (হি.স.): উত্তরবঙ্গে ভারী বৃষ্টি হলেও দক্ষিণবঙ্গে সেভাবে বৃষ্টিপাতের দেখা মেলেনি চলতি মরশুমে। ফলে দক্ষিণবঙ্গে ক্রমশ বেড়ে চলেছে বৃষ্টিপাতের ঘাটতি। তবে ১৬ তারিখ বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে বলে মনে করা হচ্ছে। তা তৈরি হলে দক্ষিণবঙ্গের আবহাওয়া বদলের একটা বড় সম্ভাবনা রয়েছে। এমনটাই জানাল আলিপুর আবহাওয়া দফতর। আবহবিদরা জানিয়েছেন, ১৬ তারিখ বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে। সেক্ষেত্রে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
এদিকে, হালকা বৃষ্টির সৌজন্যে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় তাপমাত্রা কমেছে। খুব বেশি অস্বস্তিও অনুভূত হচ্ছে না। শনিবারও দক্ষিণবঙ্গের কোনও কোনও জেলায় বৃষ্টি হয়েছে। শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক। এদিকে কার্যত টানা ভারী বৃষ্টি চলছে উত্তরবঙ্গের জেলাগুলিতে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে এখনও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া দার্জিলিং, কালিম্পং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদাতেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।