সংসারের হাল ধরতে রাস্তায় টমটম নিয়ে নামলেন গৃহবধূ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ জুলাই৷৷ সংসারের হাল ধরতে এক গৃহবধূকে  রাস্তায় গাড়ি চালাতে হচ্ছে৷ কমলাসাগর বিধানসভার অন্তর্গত গকুলনগর হাসপাতাল চৌমুহনী এলাকার গোপাল নাহা অসুস্থ হয়ে দীর্ঘ তিন বছর ধরে শয্যাশায়ী৷ অসুস্থ গোপাল নাহার পরিবারে স্ত্রী ও দুই কন্যা সন্তান রয়েছে৷ অসুস্থ হয়ে গোপাল নাহা শয্যাশায়ী হওয়ার পর তাদের সংসারে রোজগার করার মত কেউ ছিল না৷ সংসারের হাল কিভাবে ধরে রাখা যায় দুশ্চিন্তায় পড়েছিল গোটা পরিবারটি৷ গত ৮ মাস আগে গোপাল নাহার স্ত্রী লক্ষ্মী দেবনাথ নাহা সংসারের হাল ধরতে ব্যাংক থেকে ঋণ নিয়ে একটি ব্যাটারি চালিত টমটম ক্রয় করেন৷ সংসারের জন্য অর্থ উপার্জনে টমটম নিয়ে রাস্তায় নেমে পড়ে লক্ষী দেবনাথ নাহা৷ মহিলা বলে প্রথম প্রথম টমটম চালাতে খুব অসুবিধা হতো, রাস্তায় অন্যান্য গাড়ি চালকরা ওই গৃহবধূকে দেখে অনেক কটু কথাও বলতো৷ তারপরেও হাল ছাড়েনি লক্ষী দেবনাথ নাহা৷  ওই মহিলা বিশালগড়ের বিধায়ক সুশান্ত দেব এবং কমলা সাগরের বিধায়িকা অন্তরা দেব সরকারকে  সাহায্যের আর্জি জানিয়েছিলেন৷ দুই বিধায়কের পক্ষ থেকে বিভিন্ন অটো স্ট্যান্ডকে জানিয়ে দেওয়া হয় ওই মহিলার যেন কোন সমস্যা না হয়৷ তারপর থেকে ওই মহিলার টমটম চালাতে কোন ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়নি৷ লক্ষ্মী দেবনাথ নাহা টমটম দিয়ে বিশালগড় থেকে আগরতলা পর্যন্ত যাত্রী নিয়ে যাতায়াত করেন৷ চালক লক্ষ্মী দেবনাথ নাহা জানিয়েছেন বর্তমানে পুরুষ মহিলা সবারই সমান অধিকার রয়েছে৷ আর তাই তিনি অসুস্থ স্বামীকে এবং দুই কন্যা সন্তানকে বাড়িতে রেখে তাদের মুখে দুমুঠো ভাত তুলে দেওয়ার জন্য টমটম নিয়ে রাস্তায় নেমেছেন৷ তিনি আরো জানিয়েছেন, টমটম চালিয়ে যা টাকা রোজগার হয় তা দিয়ে কোনরকম ভাবে স্বামী সন্তান নিয়ে বেঁচে আছেন৷ তিনি জানিয়েছেন, বিশালগড়ের বিধায়ক সুশান্ত দেব এবং কমলা সাগরের বিধায়িকা অন্তরা দেব সরকার সহ সবাই যদি ওনার পাশে থাকেন তাহলে উনার এই সৎ পথে রোজগারের কোন বাধা আসবেনা৷ তবে একজন মহিলা হয়ে টমটম দিয়ে যাত্রী যাতায়াতের সময় অন্যান্য যাত্রীরা এবং গাড়ি চালকরা ওই মহিলার দিকে তাকিয়ে থাকে তার কারণ সবাই অনুভব করে যে পেটের দায়ে এখন মহিলারাও পুরুষদের মত চালকের আসনে বসতে হচ্ছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *