ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৫ জুলাই।।প্রত্যাশিতভাবেই ফাইনালে উঠলো নেতাজি সঙ্ঘ। ১৮৫ রানের বড় ব্যবধানে ব্লাড ড্রপসকে পরাজিত করে। বিকাশ মজুমদার এবং উদীয়ন বসু-র অলরাউন্ড পারফরম্যান্সে। মহকুমা ক্রিকেট সংস্থা আয়োজিত সিনিয়র ক্রিকেটের প্রথম সেমিফাইনালে। মেলাঘর স্কুল মাঠে অনুষ্ঠিত ম্যাচে নেতাজি সঙ্ঘের গড়া ২৬৫ রানের জবাবে ব্লাড ড্রপস মাত্র ৮০ রান করতে সক্ষম হয়। বিজয়ী দলের বিকাশ মজুমদার ৬৬ রান ও ২ উইকেট এবং উদীয়ন বসু ৪৭ রান ও ২ উইকেট পেয়েছেন। শনিবার সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট নিয়ে নেতাজি সঙ্ঘ ৪৮.৪ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২৬৫ রান করে। দলের পক্ষে বিকাশ মজুমদার ১০৭ বল খেলে ৬ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৬৬, উদীয়ন বসু ৩৮ বল খেলে ৬ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৪৭,অরিন্দম বর্মন ২৯ বল খেলে ৫ টি বাউন্ডারি ও ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৩৫, আবু তাহের ২২ বল খেলে ৩ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ২৬, উত্তম দে ২৫ বল খেলে ২ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ২৬ এবং প্রসেনজিৎ পাল ৯ বল খেলে ১ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১৩ রান করেন। দল অতিরিক্ত খাতে পায় ১৮ রান। ব্লাড ড্রপসের পক্ষে জাহির আলম ২০ রান দিয়ে ২ টি, কার্তিক দেবনাথ ৩০ রান দিয়ে ২ টি, মিঠুন দাস ৩৭ রান দিয়ে ২টি এবং মহ: জুবের উদ্দিন ৫১ রান দিয়ে ২ টি উইকেট পেয়েছেন। জবাবে খেলতে নেমে নেতাজি সঙ্ঘের বোলারদের সাড়াশি আক্রমণে মাত্র ৮০ রানে গুটিয়ে যায় ব্লাড ড্রপস। দলের পক্ষে নীতিশ চৌধুরি ২৯ বল খেলে ২ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ২২ এবং জাহির আলম ১১ বল খেলে ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১০ রান করেন। দলের আর কোনও ব্যাটসম্যান দুই অঙ্কের রানে পা রাখতে পারেননি। নেতাজি সঙ্ঘের পক্ষে উদীয়ন বসু ২ রান দিয়ে ২ টি,বিকাশ মজুমদার ১০ রান দিয়ে ২ টি, দেবরাজ দে ১০ রান দিয়ে ২ টি এবং প্রসেনজিৎ পাল ২৪ রান দিয়ে ২ টি উইকেট পেয়েছেন। ম্যাচের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন বিজয়ী দলের বিকাশ মজুমদার। ১৭ জুলাই দ্বিতীয় সেমিফাইনালে শতদল সঙ্ঘ খেলবে মতিনগর প্লে সেন্টারের বিরুদ্ধে।
2023-07-15