নয়াদিল্লি, ১৪ জুলাই (হি.স.): নতুন দুই বিচারপতি পেল সুপ্রিম কোর্ট। শুক্রবার দেশের সর্বোচ্চ আদালতের বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন বিচারপতি উজ্জ্বল ভুঁইয়া ও বিচারপতি এস ভি ভাট্টি। নতুন দুই বিচারপতি শপথবাক্য পাঠ করিয়েছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়।
নতুন দুই বিচারপতির শপথগ্রহণের সঙ্গে সঙ্গে শীর্ষ আদালতে মোট বিচারকদের সংখ্যা বেড়ে হল ৩২, প্রধান বিচারপতি-সহ। শুক্রবার সকালে সুপ্রিম কোর্টের অডিটোরিয়ামে অনুষ্ঠিত শপথ গ্রহণ অনুষ্ঠানে দুই নতুন বিচারপতিকে শপথবাক্য পাঠ করান প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়।