উজবেকিস্তানে এশিয়ান দাবায় শুরুতেই সাফল্য আরাধ্যার

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৪ জুলাই।। শুরুতেই দারুন সাফল্য ত্রিপুরার আরাধ্যার। বিদেশের মাটিতে এশিয়ান স্কুল দাবায় অনূর্ধ্ব-৯ রেপিড চেস্ টুর্নামেন্টে ত্রিপুরার আরাধ্যা পঞ্চম স্থান অর্জন করে সমগ্র এশিয়াকে অবাক করে দিয়েছে। ৬ রাউন্ডের রেপিড দাবা টুর্নামেন্টে আরাধ্যা ৫ পয়েন্ট পেয়ে পঞ্চম স্থান অর্জন করেছে। উজবেকিস্তানে আয়োজিত এই এশিয়ান স্কুল দাবায় আগামীকাল থেকে ত্রিপুরার বিস্ময় বালিকা আরাধ্যা দাস ক্লাসিক্যাল ইভেন্টের প্রতিযোগিতায় অংশ নেবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *