ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৪ জুলাই।। সাংবাদিকদের বিনোদনের জন্য আগরতলা প্রেসক্লাব আন্ত: প্রেস ক্লাব ভিত্তিক সেভেন সাইড ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছে। ১৬ জুলাই, রবিবার আগরতলাস্থিত পুরাতন সংশোধনাগারের বিপরীতে ক্ষুদিরাম বসু ইংলিশ মিডিয়াম স্কুল মাঠে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। খেলা শুরু হবে সকাল সাড়ে ৯টায়। মোট আটটি প্রেসক্লাব দল টুর্নামেন্টে অংশগ্রহণ করছে। সোমবার টুর্নামেন্টের ক্রীড়া সূচি ঘোষণা করেছেন আগরতলা প্রেসকাবের স্পোর্টস কমিটির চেয়ারম্যান অলক ঘোষ। দুপুরে প্রেসক্লাবের কনফারেন্স হলে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে ফুটবল টুর্নামেন্ট সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন স্পোর্টস কমিটির কনভেনর তথা প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক অভিষেক দে। সাংবাদিক সম্মেলনে প্রেস ক্লাবের সভাপতি জয়ন্ত ভট্টাচার্য এবং স্পোর্টস কমিটির অন্যান্য সদস্যবৃন্দও উপস্থিত ছিলেন। উদ্বোধনী খেলায় আগরতলা প্রেসক্লাব-বি দল এবং খুমুলুঙ প্রেসক্লাব প্রতিদ্বন্দ্বীতা করবে । দ্বিতীয় খেলায় আগরতলা প্রেসক্লাব এ-দল এবং উদয়পুর প্রেসক্লাব একে অপরের বিরুদ্ধে লড়াই করবে। তৃতীয় খেলায় খোয়াই প্রেসক্লাব এবং বিশালগড় প্রেসক্লাব একে অপরের প্রতিদ্বন্দী। চতুর্থ কোয়ার্টার ফাইনাল ম্যাচে ধর্মনগর ও বিলোনিয়া প্রেসক্লাব পরস্পরের মুখোমুখি হবে।
প্রথম রাউন্ডের খেলা শেষে দুপুর ১২টা থেকে দুটি সেমিফাইনাল এবং বিকাল সাড়ে তিনটায় অনুষ্ঠিত হবে ফাইনাল খেলা। খেলা হবে দুই অর্ধে ১০ মিনিট করে মোট ২০ মিনিট এবং মাঝে ৫ মিনিটের বিরতি। প্রতি দলে দশজন করে খেলোয়াড় থাকবে খেলা চলাকালীন যে কোন সময় খেলোয়াড় পরিবর্তন করা যাবে নির্ধারিত সময়ের খেলার ড্র তে নিষ্পত্তি হলে সরাসরি পেনাল্টি শুট আউট এ ম্যাচের জয়-পরাজয় ফয়সালা হবে। চ্যাম্পিয়ন এবং রানার্স দলকে ট্রফি সহ অর্থমূল্যে পুরস্কৃত করা হবে। এছাড়া, সেরা খেলোয়ারদের ব্যক্তিগত পাঁচটি পুরস্কারও দেওয়া হবে। প্রতিযোগিতার উদ্বোধন করবেন প্রখ্যাত ফুটবল কোচ বিমল কুমার রায় চৌধুরী। অনুষ্ঠানে প্রধান ও বিশেষ অতিথি হিসেবে ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি প্রণব সরকার, আগরতলা প্রেসক্লাবের সভাপতি জয়ন্ত ভট্টাচার্য, সম্পাদক রমাকান্ত দে, স্পোর্টস কমিটির চেয়ারম্যান অলক ঘোষ প্রমুখও উপস্থিত থাকবেন। টুর্নামেন্টকে সফল করে তোলার লক্ষ্যে রাধাকৃষ্ণ জুয়েলারি, পারুল প্রকাশনী, ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন, ত্রিপুরা ব্যাডমিন্টন এসোসিয়েশন এবং লালবাহাদুর ব্যায়ামাগার বিভিন্নভাবে সহযোগিতায় এগিয়ে এসেছেন বলে উদ্যোক্তাদের পক্ষ থেকে ধন্যবাদ জানানো হয়েছে। টুর্নামেন্টের লক্ষ্যে আগরতলা প্রেসক্লাবের দু’টি দলের খেলোয়াড়দের নামের তালিকাও প্রকাশ করেছে স্পোর্টস কমিটি। আগরতলা প্রেসক্লাবের পক্ষ থেকে দুই দলের খেলোয়ারদের হাতে জার্সিও তুলে দেওয়া হবে।
আগরতলা প্রেসক্লাবের সকল সদস্যদের এই বিনোদন মূলক ফুটবল টুর্নামেন্ট উপভোগ করার লক্ষ্যে মাঠে উপস্থিত থাকার জন্য কনভেনার অভিষেক দে আমন্ত্রণ জানিয়েছেন।