জয় অব্যাহত ব্লাডমাউথ ক্লাবের টানা পরাজয় নবোদয় সংঘের

ব্লাড মাউথ: ৫

নবোদয় সংঘ: ০

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৩ জুলাই।। আগের নবোদয় সংঘ আর নেই। পর পর দুই ম্যাচে পরাজিত নবোদয়। ব্লাড মাউথের কাছেও মুখ থুবড়ে পড়েছে ঐতিহ্যবাহী নবোদয় সংঘ। পক্ষান্তরে জয়ের ধারা অব্যাহত রেখে এগুচ্ছে ব্লাড মাউথ ক্লাব।‌ প্রথম ম্যাচে ভারতরত্ন সংঘ কে ২-০ গোলে হারানোর পর আজ, বৃহস্পতিবার দ্বিতীয় ম্যাচে নবোদয় সংঘকে ৫-০ গোলের বড় ব্যবধানে হারিয়ে জয়ের ধারা অব্যাহত রেখেছে। দেবরাজ জমাতিয়ার দারুন হ্যাটট্রিক। ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন আয়োজিত বি-ডিভিশন ফুটবল টুর্নামেন্টের ৮ম ম্যাচে আজ নবোদয় সংঘ ও ব্লাড মাউথ ক্লাব পরস্পরের মুখোমুখি হয়েছিল। উমাকান্ত মিনি স্টেডিয়ামে বিকেলে বি ডিভিশনের খেলায় প্রথমার্ধে বিজয়ী দল এক শূন্য গোলে এগিয়েছিল। দুই দলের খেলোয়াড়রা গোলমুখী আক্রমণ রচনা করলেও কার্যত গোলের তেমন সুযোগ কেউ পায়নি। ৮ মিনিটের মাথায় প্রথম গোল দেবরাজ জমাতিয়া পা থেকে। লড়াই মূলত ছিলো ‘‌গুরু’ এবং ‘‌শিষ্য’-‌র মধ্যে। গুরু সুভাষ বসুর দলকে কতটা চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারেন শিষ্য পল্টু চৌধুরির ছেলেরা তা দেখার জন্য উমাকান্ত মিনি স্টেডিয়ামে ভিড় জমিয়েছিলেন কয়েকশ ফুটবলপ্রেমীরা। কিন্তু কোনও লড়াই দেখতে পারেননি ফুটবলপ্রেমীরা। কার্যত একতরফা খেলে জয় ছিনিয়ে নিলো কমলা কালো দলের ফুটবলাররা। গতি, শক্তি এবং দক্ষতা সব বিভাগেই নবোদয়ের ফুটবলারেদর পেছনে ফেলে জয় ছিনিয়ে নিলো ব্লাডমাউথ। রাজ্য ফুটবল সংস্থা আয়োজিত দ্বিতীয় ডিভিশন লিগ ফুটবলে। টানা ২ ম্যাচে জয় পেয়ে বড় ম্যাচের আগে মনোবল বাড়িয়ে নিলেন প্রণব সরকার‌-‌রা। ১৬ জুলাই বড় ম্যাচে ব্লাডমাউথ ক্লাব খেলবে নাইন বুলেটসের বিরুদ্ধে। ম্যাচের শুরু থেকেই বল দখলের লড়াইয়ে এগিয়ে ছিলো ব্লাডমাউথ। প্রীতম সরকারদের ক্রমাগত আক্রমণে দিশেহারা হয়ে পড়ে নবোদয়ের রক্ষণভাগ। ৮ মিনিটের  গোল পেতেই কমলা-‌কালো ঝড়ে ব্যাতিব্যস্ত হয়ে উঠে নবোদয়ের ফুটবলাররা। প্রথমার্ধে আর গোল না হলেও দ্বিতীয়ার্ধের শুরু থেকেই অন্যরূপে দেখা যায় ব্লাডমাউথকে। ৪৯ এবং ৭৬ মিনিটে পর পর দুটি গোল করে নিজের হ্যাটট্রিক পূরণ করেন দেবরাজ জমাতিয়া। এর আগে ৬৫ মিনিটে জাবেদ ডার্লং এবং ৮১ মিনিটে প্রীতম সরকার নবোদয়ের জালে শেষ বার বল পাঠান। রেফারি আদিত্য দেববর্মা হলুদ কার্ড দেখান বিজয়ী দলের মনোজিৎ সিং বরুয়া, বীরনারায়ন জমাতিয়া এবং বিজীত দলের মাসাকা ডার্লংকে। নবোদয় পর পর দুই ম্যাচেই পরাজিত হলো।‌‌‌