জন আব্রাহামের সঙ্গে অ্যাকশন-ড্রামায় এবার তমান্না ভাটিয়া । বৃহস্পতিবার প্রকাশ্যে শুটিংয়ের ছবি । নিখিল আডবাণীর ছবি ”বেদা”-র শুটিং শুরু হয়েছে । এই ছবিতে মুখ্য় চরিত্রে অভিনয় করছেন জন আব্রাহাম ও অভিনেত্রী শর্বরী ওয়াঘ । রাজস্থানের বুকে চলছে ছবির শুটিং । এরইমধ্য়ে প্রকাশ্যে এল নতুন খবর ।
জানা যাচ্ছে, এই ছবিতে দেখা মিলতে চলেছে অভিনেত্রী তমান্না ভাটিয়ারও । পরিচালক এই ছবি প্রসঙ্গে তমান্না জানিয়েছেন,”নিখিল যেভাবে গল্প বলে, তা সবসময় প্রশংসার যোগ্য়। তাঁর গল্প বলার দক্ষতা ও নৈপুণ্য়তা অন্য় পরিচালকদের থেকে তাঁকে আলাদা করে দেয়। আমরা প্রথমবার একসঙ্গে কাজ করতে চলেছি। এমন সুযোগ পেয়ে আমি যথেষ্ট উচ্ছ্বসিত। পাশাপাশি এই ছবিতে আমার চরিত্র নিয়েও আমি বেশ আশাবাদী।” ইন্সটাগ্রামে একটি পোস্টে সামনে এনেছেন এই খবর।