নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ জুলাই৷৷ তেলিয়ামুড়া মহকুমার অন্তর্গত বিভিন্ন অঞ্চলে বন্য দাঁতাল হাতির আক্রমণ অব্যাহত৷ হাতির পদতলে পৃষ্ট হয়ে তেলিয়ামুড়ার ১ ক্ষুদ্র ব্যবসায়ীর অনাকাঙ্ক্ষিত মৃত্যুর ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার একদল বন্য হাতির আক্রমণে বিপন্ন একাধিক পরিবার৷ ঘটনার বিবরণে জানা যায় ,মঙ্গলবার রাত আনুমানিক ১১ নাগাদ কল্যাণপুর থানাধীন দক্ষিণ ঘিলাতলি গ্রাম পঞ্চায়েতের খগেন্দ্র বল কলোনি এবং পার্শবর্তী এলাকাতে একদল বন্য হাতি আক্রমণ চালায়৷ আক্রমণের জেরে সংশ্লিষ্ট এলাকায় ১ আতঙ্কের পরিবেশ তৈরি হয়৷ বুধবার সকালে সংশ্লিষ্ট এলাকায় গিয়ে দেখা গেছে আট থেকে আশি সবার চোখে মুখেই এক অজানা আতঙ্ক বিরাজ করছে৷ একাধিক ক্ষতিগ্রস্ত পরিবারের কর্তার সাথে কথা বললে উনারা জানান, প্রায় প্রতিটা রাতই আতঙ্ককে অতিবাহিত করতে হচ্ছে৷ মঙ্গলবারের ঘটনা প্রসঙ্গে বলতে গিয়ে একাধিক ক্ষতিগ্রস্তদের জবাব কোনো রকমে কেউবা জানালা দিয়ে, কেউবা ঘরের পেছনের দরজা দিয়ে বাচ্চা সহ প্রবীণদেরকে নিয়ে আত্মরক্ষা করেছেন৷ সবাই প্রশ্ণ তুলছেন আর কতদিন এভাবে তাদের দিন কাটাতে হবে৷বিনয়ের সাথে বিনম্রভাবে প্রশাসন তথা সরকারের কাছে আবেদন করেছেন জীবন সহ সম্পত্তি রক্ষায় হাতির আক্রমণ থেকে রক্ষা করতে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা হোক অনতি বিলম্বে৷ এর পাশাপাশি এই সময়ের মধ্যে প্রশাসন বা বন দপ্তর কি কাজ করছে, কিভাবে পাশে থাকছে এই প্রশ্ণের উত্তরে সহজ-সরল এলাকাবাসীদের জবাব হচ্ছে সংশ্লিষ্ট এলাকাতে বনকর্তাদের টিকির নাগাল পাওয়া যাচ্ছে না, সাহায্য সহযোগিতা তো দূরস্ত৷ গোটা এলাকা ঘুরে দেখা গেছে সংশ্লিষ্ট এলাকার দিকে দিকে হাতির আক্রমণের চিহ্ণগুলো স্পষ্ট৷ কারো কারো কৃষি ক্ষেত নষ্ট হয়েছে, কারো কারো থাকার ঘর নিমেষেই নষ্ট করে দিয়েছে হাতির দল৷ বিদ্যুতের খুটি থেকে শুরু করে অঙ্গনওয়াড়ি সেন্টার কোন কিছুই বাদ যাচ্ছে না হাতির এই আক্রমণ থেকে৷ সমস্বরে দাবি উঠছে এলাকার স্বার্থে ,এলাকার মানুষের জীবনসম্পত্তি রক্ষার স্বার্থে হাতির আক্রমণ প্রতিহত করতে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা হোক৷
2023-07-12