নয়াদিল্লি, ১২ জুলাই (হি.স.): রাজধানী দিল্লিতে আগুন লাগল একটি অটোমোবাইল শোরুম সার্ভিস সেন্টারে। বুধবার সকালে দিল্লির মায়াপুরী ফেস-১ এলাকায় মাহিন্দ্রার সার্ভিস সেন্টারে ভয়াবহ আগুন লাগে। এই অগ্নিকাণ্ডে কেউ হতাহত না হলেও, শোরুমের ভিতরে থাকা বেশ কয়েকটি গাড়ি পুড়ে গিয়েছে। আগুন কীভাবে লাগল, তা খতিয়ে দেখছে দমকল।
পুলিশ ও দমকল জানিয়েছে, বুধবার সকালে দিল্লির মায়াপুরী ফেস-১ এলাকায় মাহিন্দ্রার সার্ভিস সেন্টারে ভয়াবহ আগুন লাগে। অগ্নিকাণ্ডের খবর পাওয়া মাত্রই আগুন নেভাতে পৌঁছে যায় দমকলের মোট ১২টি ইঞ্জিন। দিল্লি দমকলের ডিএফও অশোক কুমার জয়সওয়াল বলেছেন, “আগুন নিয়ন্ত্রণে এসেছে। এটি মাহিন্দ্রার সার্ভিস সেন্টার। আগুন দোতলায় লাগে। আগুনে বেশ কয়েকটি গাড়ি পুড়ে গিয়েছে। আগুন লাগার কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। কোনও আহত বা হতাহতের খবর নেই।”

