ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১২ জুলাই।।কিছুটা পিছিয়ে পড়লো রাজ্যের দাবাড়ুরা। অসমে অনুষ্ঠিত আযোধ্যা আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতায়। ডাউন টাউন স্কুলের অনুষ্ঠিত আসরে বুধবার দ্বিতীয ও তৃতীয় রাউন্ডের খেলা অনুষ্ঠিত হয়। সংবাদ লিখা পর্যন্ত ২ পয়েন্ট নিয়ে মেট্রিক্স চেস আকাদেমির দাবাড়ু অনুরাগ ভট্টাচার্য-র খেলা চলছিলো তৃতীয রাউন্ডে। মেট্রিক্স চেস আকাদেমির অপর দাবাড়ুদের মধ্যে প্রাঞ্জল দেবনাথ শুধুমাত্র তৃতীয় রাউন্ডে জয় পায়। প্রাঞ্জলের পযেন্ট ২। এছাড়া রুদ্র মজুমদার, রুদ্রনীল দেবনাথ, শুভায়ন দাস এবং আগ্রুষ কর্মকার হেরে যায়। ৩ রাউন্ড শেষে রুদ্র-র দেড়, রুদ্রনীলের ১, শুভায়ন ও আদ্রুস পয়েন্ট করতে পারেনি। আজ চতুর্থ এবং পঞ্চম রাউন্ডের খেলা হবে।
2023-07-12