নির্বাচন বাতিলের মামলা খারিজ, তবে উল্লেখযোগ্য পর্যবেক্ষণ

কলকাতা, ১২ জুলাই (হি. স.) : পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচন বাতিলের আবেদন জানিয়ে জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল কলকাতা হাইকোর্টে ৷ সেই আবেদন বুধবার খারিজ করে দিল প্রধান বিচারপতির টি এস শিভজ্ঞনমের ডিভিশন বেঞ্চ ৷

ভোটে জিতেও পুরোপুরি নিশ্চিত নয় জয়! তাই পঞ্চায়েত নির্বাচন নিয়ে বুধবার উল্লেখযোগ্য পর্যবেক্ষণ করল কলকাতা হাইকোর্ট।

পঞ্চায়েত ভোটে কমিশনের ভূমিকা ‘খুব সন্তোষজনক নয়’, ভোট নিয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর করা মামলার প্রেক্ষিতে পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের। পাশাপাশি কমিশন যাদের জয়ী ঘোষণা করেছেন, তাঁদের জয় মামলার প্রেক্ষিতে আদালতের রায়ের পরেই চূড়ান্ত হবে।

মামলার পরবর্তী শুনানি ২০ জুলাই। এই সময়ের মধ্যে সিসিটিভি ফুটেজ, ব্যালট সহ যাবতীয় নথি সংরক্ষণ করার নির্দেশ দেওয়া হয়।

এদিন ডিভিশন বেঞ্চ মামলার প্রেক্ষিতে জানায়, “কমিশনের ভূমিকা খুব সন্তোষজনক নয়। আজও তাদের কোনও অফিসার হাজির নেই বক্তব্য জানানোর জন্য। ৬৯৮ বুথে কীসের ভিত্তিতে পুনর্নির্বাচন হল তার ব্যখ্যা দিতে প্রস্তুত নয় কমিশন। আদালত এটা বুঝতে পারছে না কেন এত সতর্কতার পরেও গোলমাল ঠেকানো গেল না।”

আদালত বলেন, “পুলিশ নাগরিকের সুরক্ষা দিতে ব্যর্থ হল কিছু ক্ষেত্রে। রাজ্য যদি তার নাগরিককে নি