কোচবিহার, ১১ জুলাই (হি. স.) : কোচবিহার এক ব্লকের কাউন্টিং সেন্টারে গণনায় পিছিয়ে পড়তেই ব্যালট পেপারে জল ঢাললেন তৃণমূল কংগ্রেস প্রার্থী। যা ঘিরে মঙ্গলবার ব্যাপক গন্ডগোল শুরু হয়।
জানা গিয়েছে, ওই কাউন্টিং সেন্টারে ফলিমারি গ্রাম পঞ্চায়েতের ভোট গণনা চলছিল। ৪/৪১ নম্বর বুথের ব্যালট বাক্স খুলতেই দেখা যায় ১৪৪টির মধ্যে মাত্র দুটি ভোট পেয়েছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী রিঙ্কু রায় রাজভর। বাকি সব কটি ব্যালটেই বিজেপির প্রতীকে ছাপ মারা রয়েছে।
অভিযোগ, এরপরই ক্ষিপ্ত হয়ে তৃণমূল প্রার্থী ওই ব্যালট বাক্সে জল ঢেলে দেন। যা ঘিরে তীব্র উত্তেজনা ছড়ায় কাউন্টিং সেন্টারে। বিষয়টি নিয়ে সরব হয় বিজেপি। সঙ্গে সঙ্গে ভোট গণনা বন্ধ করে দেওয়া হয়। তৃণমূল প্রার্থী রিঙ্কু রায় রাজভরকে গ্রেফতার করেছে পুলিশ।
প্রসঙ্গত, ফলিমারিরই ৪/৩৮ নম্বর বুথের ভেতর খুন হয়েছিলেন বিজেপি এজেন্ট মাধব বিশ্বাস। যা নিয়ে তোলপাড় পড়ে যায় রাজ্যে। এই বুথে পুনর্নির্বাচন হয়েছে।