আগরতলা, ১১ জুলাই (হি.স.) : বাজারের শৌচালয়ের পাশে অজ্ঞাত পরিচয়ৌ এক যুবকের মৃতদেহ উদ্ধার হয়েছে। পাবিয়াছড়া বাজারে ওই মৃতদেহ উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। বাজারের স্থানীয় মানুষ ঘটনাটি প্রত্যক্ষ করে কুমারঘাট পুলিশ ও দমকল বাহিনীকে খবর পাঠিয়েছিল। দমকল বাহিনী মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুমারঘাট হাসপাতালে পাঠিয়েছে।৷ পুলিশ জানিয়েছেন, পর্যন্ত মৃত্যুর কারণ খুঁজে পাওয়া যায়নি। ময়না তদন্তের পর মৃত্যুর কারণ খুঁজে পাওয়া যাবে। আপাতত অস্বাভাবিক মৃত্যুর মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।
জনৈক পুলিশ আধিকারিক জানিয়েছেন, আজ সকালে পাবিয়াছড়া বাজারের শৌচালয়ের পাশে এক যুবককের মৃতদেহ দেখতে পেয়েছিলেন স্থানীয় মানুষ। সাথে সাথে তাঁরা থানায় ও দমকল বাহিনীকে খবর পাঠিয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়ে দমকল বাহিনী মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুমারঘাট হাসপাতালে পাঠিয়েছে। কিন্তু এখনো পর্যন্ত মৃত্যুর কারণ খুঁজে পাওয়া যায় নি।ময়না তদন্তের পর মৃত্যুর কারণ খুঁজে পাওয়া যাবে বলে জানিয়েছেন তিনি।
তিনি আরও জানিয়েছেন, মৃত যুবকের বয়স আনুমানিক ৩১ বছর হবে। মৃতের এখনো পর্যন্ত পরিচয় জানা যায়নি।আপাতত অস্বাভাবিক মৃত্যুর মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।