ভারী বর্ষণে বেহাল অবস্থা উত্তরাখণ্ডে, উত্তরকাশিতে গাড়ি দুর্ঘটনায় মৃত ৪

দেহরাদুন, ১১ জুলাই (হি.স.): ভারী বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরাখণ্ডের বিভিন্ন জেলা। কোথাও ভূমিধসের ঘটনা ঘটছে, কোথাও আবার পাহাড় থেকে গড়িয়ে আসছে পাথর। ফুলেফেঁপে উঠেছে যমুনা নদীও। মঙ্গলবার সকালে উত্তরাখণ্ডের উত্তরকাশি জেলায় গাড়ি দুর্ঘটনায় প্রাণ হারালেন ৪ জন। এছাড়াও ১০ জন আহত হয়েছেন। গঙ্গোত্রী হাইওয়েতে দুর্ঘটনাটি ঘটেছে, হাইওয়ের ওপর ধ্বংসস্তূপের কারণে দুর্ঘটনার কবলে পড়ে একটি টেম্পো ট্রাভেলার। ওই গাড়ির ৪ জন আরোহীর মৃত্যু হয়েছে ও ১০ জন আহত হয়েছেন।

বৃষ্টিতে বিপর্যস্ত চামোলি জেলাও। মঙ্গলবার সকালে চামোলি পুলিশ জানিয়েছে, অবিরাম বৃষ্টিতে বদ্রীনাথ জাতীয় সড়কের কাঞ্চনগঙ্গার কাছে রাস্তার কিছু অংশ ধ্বংসস্তূপের কারণে ভেসে গিয়েছে। রাস্তা অবরুদ্ধ রয়েছে। বদ্রীনাথ জাতীয় সড়কের গুলাবকোটির কাছেও ধ্বংসস্তূপের কারণে রাস্তা অবরুদ্ধ। দেহরাদুনের বিকাশনগরে এদিন সকালে দেখা যায় যমুনা নদীর জলস্তর অনেকটাই বেড়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *