কলকাতা, ১১ জুলাই (হি. স.) : তৃণমূলের চার নেতাকে মণিপুরে প্রতিনিধি করে পাঠানোর সমালোচনা করলেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়।
মঙ্গলবার তিনি টুইটারে লিখেছেন, “এই দলটার কি সামান্যতম লজ্জাও নেই! দলের নেতারা (আসলে ল্যাম্পপোস্ট) এক এক করে হাজতে যাচ্ছে।সর্বভারতীয় দলের তকমা তো গেছেই, ত্রিপুরা ও গোয়ায় লড়তে গিয়ে মুখ পুড়েছে ! পঞ্চায়েত নির্বাচনে আর এক দফা রক্তস্নান।এর পরেও চার ল্যাম্পপোস্টকে মণিপুরে প্রতিনিধি করে পাঠাচ্ছে!”
অপর একটি টুইটারে তথাগতবাবু লিখেছেন, “মমতাকে কিন্তু অভিনন্দন জানাতেই হবে, এত মুলোর মধ্যে বেছে বেছে কুনাল ঘোষকে দলের মুখপাত্র বানাবার জন্য। একসময়ে মমতাকে প্রকাশ্যে চোর বলে তারপর তার সেবা করা, অম্লানবদনে এইরকম ঝুড়ি ঝুড়ি মিথ্যা, অর্ধসত্য, বিকৃত সত্য পরিবেশন করতে যে অসীম নির্লজ্জতা লাগে তা আর কেউ পারত না।”

