আইজল, ১১ জুলাই (হি.স.) : মিজোরামের রাজধানী আইজলের নয়া জেলাশাসক পদে দায়িত্ব নিয়েছেন আএএস শ্রীমতি নাজুক কুমার। তিনি ড. লালহরিয়াতজুয়ালির স্থলাভিষিক্ত হয়েছেন।
মিজোরামের রাজ্যপাল হরি বাবু কম্ভমপতির এক আদেশের বলে রাজ্য সরকার ভারতীয় প্রশাসনিক পরিষেবা এবং মিজোরাম সিভিল সার্ভিসের বেশ কয়েকজন আধিকারিকদের বদলি ও পোস্টিং জারি করেছিল। রাজ্যপালের আদেশ অনুসারে ২০১৬ ব্যাচের অরুণাচল প্রদেশ-গোয়া-মিজোরাম এবং কেন্দ্রশাসিত অঞ্চল (এজিএমইউটি)-এর আইএএস নাজুক কুমার আইজলের নতুন ডেপুটি কমিশনার হয়েছেন। বিদায়ী জেলাশাসক ড লালহরিয়াতজুয়ালিকে বদলি করা হয়েছে স্কুল শিক্ষা বিভাগের ডিরেক্টর পদে।
এছাড়া ১৮ জন মিজোরাম সিভিল সার্ভিস অফিসারের বদলি এবং পদায়নের বিষয়ে আরেকটি বিজ্ঞপ্তি জারি করেছেন রাজ্যপাল হরি বাবু কম্ভমপতি।
এখানে উল্লেখ করা যেতে পারে, একজন তরুণ আইএএস অফিসার হিসেবে মিজোরামের সারচিপ জেলাকে পানীয় জলের সংকট থেকে মুক্ত করে গত ২০২২ সালের অক্টোবরে তদানীন্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের হাত থেকে জল সংরক্ষণ ও জল ব্যবস্থাপনার জন্য দুটি জাতীয় পুরস্কার লাভ করেছেন ওই জেলার তৎকালীন জেলাশাসক নাজুক কুমার।