ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১১ জুলাই।।
আজ দিল্লি যাচ্ছে দাবাড়ু আরাধ্যা দাস। বৃহস্পতিবার চড়বে উজবেকিস্তানের বিমানে। এবছর উজবেকিস্তানের তাসকেনে অনুষ্ঠিত হবে এশিয়ান স্কুল দাবা প্রতিযোগিতা। ১৩-২১ জুলাই হবে আসর। দেশের জার্সি গায়ে জড়িয়েওই আসরে খেলবে মেট্রিক্স চেস আকাদেমির গর্ব দাবাড়ু আরাধ্যা দাস। ইতিমধ্যে পেয়ে গেছে দেশের জার্সিও। এশিয়ান আসরে দেশের হয়ে প্রতিনিধিত্ব করবে অনুজ কুমার এবং অঞ্জু রাণী দাসের একমাত্র মেয়েটি। অনূর্ধ্ব-৯ বিভাগে। শ্রীকৃষ্ণ মিশন স্কুলের চতুর্থ শ্রেণীর ছাত্রীটি এবছর তামিলনাড়ুর হুসুরে অনুষ্ঠিত জাতীয় স্কুল দাবা প্রতিযোগিতায় অনূর্ধ্ব-৯ বিভাগে তৃতীয় স্থান দখল করে রীতিমতো চমক দিয়েছিলো। ওই সাফল্য জাতীয় দলে জায়গা করে নেয় সে। এশিয়ান আসরে ভালো ফলাফল করতে জোড় প্রস্তুতি নিয়েছে সে। ভারতীয় যুব দলের কোচ তথা ত্রিপুরার সর্বাকালের সেরা দাবাড়ু ফি ডে মাস্টার প্রসেনজিৎ দত্ত থেকেও নিয়েছেনন বিশেষ প্রস্তুতি। এশিয়ান দাবায় ভালো ফলাফল করা নিয়ে আশাবাদী আরাধ্যাও। মঙ্গলবার এক সাক্ষাৎকারে আরাধ্যা বলে, “দেশের পাশাপাশি রাজ্যের সম্মান আমার কঁাধে। চেষ্টা করবো নিজের সেরাটা দিয়ে ভালো ফাফল করতে। এর জন্য রাজ্যবাসীর আশীর্বাদ কামনা করছি”। আরাধ্যার সাফল্য পাওয়া নিয়ে আশাবাদী খোদ প্রসেনজিৎও। আরাধ্যাকে অগ্রিম শুভেচ্ছা জানিয়েছেন প্রসেনজিৎ। প্রসঙ্গত: আর আগে এশিয়ান স্কুল আসরে খেলে এসেছিলো সাইনি দাস এবং আর্শিয়া দাস।
2023-07-11