ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১১ জুলাই।। টিএফএ আয়োজিত মহিলা লীগ ফুটবল টুর্নামেন্টে ৫ম ম্যাচে আগামীকাল ফুলো ঝানু অ্যাথলেটিক ক্লাব খেলবে চলমান সংঘের বিরুদ্ধে। খেলা শুরু হবে আগামীকাল সকাল আটটা থেকে উমাকান্ত মিনি স্টেডিয়ামে সিনথেটিক অ্যাস্ট্রোটার্ফে। দুই দলই নিজেদের প্রথম ম্যাচে হেরে কিছুটা পিছিয়ে রয়েছে। ফুলো ঝানু প্রথম ম্যাচে জম্পুইজলার কাছে ০-২ গোলে হেরে পয়েন্ট খুইয়েছে। অপরদিকে চলমান সংঘও নিজেদের প্রথম খেলায় ০-৭ গোলে হেরেছে ত্রিপুরা স্পোর্টস স্কুলের বিরুদ্ধে। চার- পাঁচ দিন বিরতি পেয়ে দু-দলের খেলোয়াড়রাই অনুশীলনে কোচদের থেকে নিজেদের ভুল ত্রুটিগুলো সংশোধনের টিপস সহ প্রস্তুতি সেরে নিয়েছে। তবে টুর্নামেন্ট শুরু হয়েছিল এডি নগর পুলিশ গ্রাউন্ডে ঘাসের মাঠে। কিন্তু আগামীকাল থেকে অনিবার্য কারণে মহিলা লিগ ফুটবলের ম্যাচগুলো উমাকান্ত মিনি স্টেডিয়ামে সিন্থেটিক অ্যাস্ট্রোটার্ফে সরিয়ে আনা হয়েছে। ঘাসের মাঠ থেকে হঠাৎ করে খেলোয়াড়রা অ্যাস্ট্রোটার্ফে আগামীকাল থেকে কেমন দক্ষতা ও নৈপুণ্যের পরিচয় দেয়, সেটাই এখন দেখার বিষয়। তবে টুর্নামেন্টে প্রথম জয়ের স্বাদ পেতে দুই দলের খেলোয়াড়রাই মরিয়া হয়ে আছে বলে খবর রয়েছে।
2023-07-11