ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১০ জুলাই।। মহিলা ফুটবল ফের মাঠ সমস্যায় ভুগতে চলেছে। ১২ জুলাই পর্যন্ত পুলিশ মাঠে খেলা চালানো যাবে। এরপর অর্থাৎ ১৩ জুলাই থেকে মহিলা লিগ ফুটবলের ম্যাচগুলো উমাকান্ত মিনি স্টেডিয়ামে সকালে, আটটা থেকে অনুষ্ঠিত হবে বলে লিগ কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে। এ ডি নগর পুলিশ গ্রাউন্ডে বিশেষ অসুবিধার কারণে ১৩ জুলাই থেকে ফুটবল টুর্নামেন্ট করার জন্য মাঠ দিতে পারছে না পুলিশ প্রশাসন দপ্তর। স্বাভাবিক কারণে ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন মহিলা লীগ ফুটবলের ১৩ জুলাই থেকে ম্যাচগুলো উমাকান্ত মিনি স্টেডিয়ামে স্থানান্তর করতে বাধ্য হচ্ছে।
2023-07-10