জয়সলমীর, ১০ জুলাই (হি. স.) : রাজস্থানের জয়সালমীর সেক্টর সংলগ্ন ভারত-পাকিস্তান আন্তর্জাতিক সীমান্তে মোতায়েন বর্ডার সিকিউরিটি ফোর্সের ১৫৪ কোরের জওয়ানরা সীমান্ত এলাকায় এক ভারতীয় মহিলাকে আটক করেন।
রবিবার রাতে ভারতের দিক থেকে সীমান্ত বেড়ার কাছে আন্তর্জাতিক সীমান্তে ঘুরোঘুরি করছিলেন ওই মহিলা। সেই সময় সীমান্ত নিরাপত্তা বাহিনীর জওয়ানরা ওই মহিলাকে সামনে না এগোতে সতর্ক করে দেন। এরপর মহিলাটি সীমান্ত নিরাপত্তা বাহিনীর সদস্যদের হাতে আটক হন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই মহিলা নিজের নাম খানি বলে জানিয়েছেন। জানা গেছে, সীমান্ত এলাকায় রাতে ১৪৪ ধারা কার্যকর থাকায় সীমান্ত এলাকায় অপ্রয়োজনীয় ঘোরাফেরা নিষিদ্ধ।