শ্রীনগর, ১০ জুলাই (হি.স.): জোড়া ভূমিকম্পে কেঁপে উঠল জম্মু ও কাশ্মীরের ডোডা ও কিশতওয়ার জেলা। সোমবার সকালে জোড়া ভূমিকম্পের পর দুই জেলায় কয়েকটি বাড়িতে ফাটল ধরে যায়। যদিও, হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। ভূমিকম্পের তীব্রতায় বেশ কিছু বাড়িতে হালকা ফাটল ধরেছে।
সোমবার সকাল ৫.৩৮ মিনিট নাগাদ কিশতওয়ার থেকে ১২ কিলোমিটার দূরে ৪.৭ তীব্রতার ভূমিকম্প অনুভূত হয়। ওই একই সময়ে ডোডা থেকে ১২ কিলোমিটার দূরে ৪.৯ তীব্রতার ভূমিকম্প অনুভূত হয়। জোড়া ভূমিকম্পে দুই জেলার মানুষজন আতঙ্কিত হয়ে পড়েন, কিশতওয়ার এবং এর আশেপাশের এলাকা জুড়ে কম্পন অনুভূত হয়েছে, অনেক বাড়ি-ঘরে প্রভাব দেখা গিয়েছে। দেওয়াল, ছাদ এবং বাড়ির ভীতে ফাটল দেখা দিয়েছে।