গঙ্গারামপুর, ১০ জুলাই (হি. স.) : দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরে তৃণমূল-বিজেপি সংঘর্ষে অগ্নিগর্ভ হয়ে উঠল এলাকা। সোমবার ঘটনার প্রতিবাদে রাস্তায় বসে প্রতিবাদ করেন সুকান্ত মজুমদার।
জানা গেছে, গঙ্গারামপুর ব্লকের রাঘবপুর হাইস্কুলের ১১১ নম্বর বুথ সংলগ্ন এলাকায় বিজেপি রাজ্য সভাপতি পৌঁছোতেই অগ্নিগর্ভ হয়ে উঠল পরিস্থিতি। বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে বুথ সংলগ্ন এলাকায় আসতে দেখেই বাধা দেন তৃণমূল কর্মী-সমর্থকেরা। এরপর দুই পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়। মুহূর্তে তৃণমূল বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে বচসা এবং হাতাহাতির জেরে পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে। পরবর্তীতে রাস্তায় বসে পড়েন সুকান্ত মজুমদার। তাঁকে ধাক্কা দেওয়ার চেষ্টা করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ঘটনাস্থলে পৌঁছোয় গঙ্গারামপুর মহকুমার এসডিপিও সহ গঙ্গারামপুর থানা বিশাল পুলিশবাহিনী।
প্রসঙ্গত, রাঘবপুর বুথে নির্বাচনের দিন ব্যালট বাক্স পুকুরে ফেলে দেওয়ার অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে। সেই কারণে এদিন পুনর্নির্বাচন হয় ওই বুথে।