বদলে গেল শাহরুখ

মুম্বাই, ১০ জুলাই (হি.স.): হ্যান্ডসাম হিরো নয় সম্পূর্ণ বদলে গেল দর্শকদের কিং খান । সোমবার মুক্তি পেল ”জওয়ান”এর প্রিভিউ । সেখানেই বদলে গিয়েছেন অভিনেতা ।

পূর্ব কথা মতো সোমবার মুক্তি পেল ”জওয়ান”- র প্রিভিউ । আর সেখানে দেখা গেল কেবল শাহরুখ নয়, সব চরিত্রের ঝলকই । দেখা গেল নয়নতারা, বিজয় সেতুপতি , সান্যা মলহোত্র ও দীপিকা পাড়ুকোনের লুক । নজর কাড়ল দীপিকার শাড়ি পড়ে অ্যাকশনের ঝলক । সোশ্যাল মিডিয়ায় আজ যে ঝলক শেয়ার হয়েছে.. সেখানে ভিন্ন ভিন্ন লুকে দেখা যাচ্ছে শাহরুখকে । কিন্তু তাঁর পরিচয়, তা ধোঁয়াশাতেই। এমনকী তিনি পাপ না পূণ্য, হিরো না ভিলেন.. ধোঁয়াশা বজায় রাখা হল সেটা নিয়েও । হিন্দি, তামিল ও তেলুগুতে ”জওয়ান” ছবিটি মুক্তি পাবে চলতি বছরের ৭ সেপ্টেম্বর ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *