নয়াদিল্লি, ১০ জুলাই (হি.স.): বন্যার মতো পরিস্থিতি নেই দিল্লিতে, তবুও প্রস্তুত রয়েছে দিল্লি সরকার। বললেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। দিল্লিতে গত কয়েকদিন ধরে লাগাতার বৃষ্টি হচ্ছে, ভারী বর্ষণের কারণে উদ্ভুত পরিস্থিতি নিয়ে সোমবার সমস্ত মন্ত্রী, আধিকারিক ও মেয়রের সঙ্গে বৈঠক করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। এই বৈঠকে তিনি বলেন, দিল্লিতে বন্যার মতো পরিস্থিতির সম্ভাবনা কম, তবুও সরকার প্রস্তুত।
কেজরিওয়াল এদিন বলেছেন, কেন্দ্রীয় জল কমিশন অনুসারে, দিল্লিতে যমুনা নদীর জলস্তর ২০৩.৫৮ মিটার উচ্চতায় প্রবাহিত হচ্ছে। আগামীকাল সকালে তা ২০৫.৫ মিটারে পৌঁছবে বলে আশা করা হচ্ছে। এছাড়াও আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, যমুনার জলস্তর খুব বেশি বাড়বে না বলেই আশা করা হচ্ছে। বন্যার মতো পরিস্থিতির সম্ভাবনা কম। যমুনা নদীর জলস্তর যদি ২০৬ মিটার অতিক্রম করে, তাহলে আমরা নদীর তীরে বসবাসকারী মানুষজনকে নিরাপদ স্থানে নিয়ে যাব।
কেজরিওয়াল আরও বলেছেন, ৮ ও ৯ জুলাই দিল্লিতে ১৫৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে। দিল্লির সিস্টেমগুলি এমন অপ্রত্যাশিত বৃষ্টির জন্য ডিজাইন করা হয়নি, তাই মানুষজন সমস্যার সম্মুখীন হয়েছেন। তিনি বলেন, এখন একে-অপরের দিকে আঙুল তোলার সময় নয়। মানুষকে সাহায্য করতে হবে এখন।

