২০২০ সালের পর সর্বনিম্ন কোভিড-সংক্ৰমণ; ভারতে সক্রিয় রোগী কমে ১,৪৩১, থমকে গিয়েছে মৃত্যু

নয়াদিল্লি, ১০ জুলাই (হি.স.): ভারতে করোনার দৈনিক সংক্ৰমণ কমতে কমতে একেবারে তলানিতে এসে পৌঁছেছে, বিগত ২৪ ঘন্টায় দেশে নতুন করে কোভিডে আক্রান্ত হয়েছেন মাত্র ২৪ জন। যা ২০২০ সালের জানুয়ারি মাসের পর থেকে সর্বনিম্ন। রবিবার সারাদিনে ভারতে করোনায় মৃত্যু হয়নি কারও। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, ভারতে সক্রিয় করোনা-রোগীর সংখ্যা কমে ১,৪৩১-তে পৌঁছেছে। এই মুহূর্তে শতাংশের নিরিখে ০.০০ শতাংশ করোনা-রোগী চিকিৎসাধীন রয়েছেন ভারতে। মৃত্যুর সংখ্যা এই মুহূর্তে ৫,৩১,৯১৩।

কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, সোমবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট সুস্থ হয়েছেন ৪,৪৪,৬১,২৫৫ জন করোনা-রোগী, শতাংশের নিরিখে ৯৮.৮১ শতাংশ। বিগত ২৪ ঘন্টায় টিকা পেয়েছেন ০০,০৯০ জন, মোট করোনার টিকা পেয়েছেন ২২০,৬৭,৪৩,৯৩৬ জন। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর) জানিয়েছে, ৯ জুলাই সারা দিনে ভারতে ২২,৪৫৯ জনের শরীর থেকে নমুনা সংগ্রহ করে করোনা-স্যাম্পেল টেস্ট করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *