প্রবীণ বিরোধী বিধায়কদের প্ররোচনায় নতুনরা অভব্য আচরণ বিধানসভায় : বিজেপি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ জুলাই৷৷ অসাংবিধানিক শব্দ ব্যবহার করে বিধানসভাকে কুলষিত করেছেন বিরোধীরা৷ ত্রিপুরার জন্য তা অত্যন্ত দুঃখের ও লজ্জার বিষয়৷ রাজ্যের জনমুখী বাজেট এবং পবিত্র বিধানসভায় সম্প্রীতি ঘটে যাওয়া অনভিপ্রেত ঘটনার তীব্র সমালোচনা করে সাংবাদিক সম্মেলন বক্তব্য রাখেন ত্রিপুরা বিজেপি প্রদেশ কমিটির মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য্য৷ এই দিন খোয়াই জেলা কার্যালয় আহূত সাংবাদিক সম্মেলনে বিরোধী দলের কয়েকজন বিধায়কের নাম উল্লেখ না করেও পবিত্র বিধানসভার অসংলগ্ণ কথাবার্তা এবং উন্মত্ত আচরণের জন্য তিনি তীব্র ভাষায় নিন্দা ও ধিক্কার জানান৷ তিনি বলেন উনারা জনগণের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধি৷ রাজ্যবাসীর প্রতি তাদের অনেক দায়বদ্ধতা রয়েছে৷ কিন্তু তারা মানুষের কল্যাণে কাজ না করে সরকারের সমালোচনা সর্বদাই ব্যস্ত থাকে৷ তাদের নেতিবাচক মনোভাব রাজ্যবাসীর জানার প্রয়োজন৷ বিধানসভায় যে অসাংবিধানিক শব্দ ব্যবহার হয়েছে তাতে স্পষ্ট, বিরোধী দল আতঙ্কে ভুগছে৷ বিধানসভায় নতুন বিধায়কদের অসভ্য আচরণ সম্পর্কে বিরোধী পক্ষের প্রবীণ বিধায়করা মুখে কুলুপ এঁটে সমর্থন করে গেছেন৷ নবেন্দুর দাবি, বিরোধী পক্ষের প্রবীণ বিধায়করা নতুন বিধায়কদের অসভ্য আচরণ করার জন্য প্ররোচিত করেছিলেন৷ নতুন বিধায়কদের দরকার ছিল সংসদীয় রীতিনীতি মেনে বিধায়সভায় প্রবেশ করা৷তাঁর দাবি, বিরোধীরা যেভাবে বিধানসভাকে কুলষিত করেছেন তা কোনও ভাবেই সাধারণ জনগণ মেনে নিতে পারবেন না৷শুধু দলীয়ভাবেই নয় একজন সাধারণ মানুষ হিসেবে এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি৷ বাজেট প্রসঙ্গে তিনি বলেন এই ধরনের বাজেট রাজ্যে কখনো হয়নি৷ এই বাজেট জনকল্যাণমুখী৷ বিশেষ করে শিক্ষা স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থা উন্নয়নে গুরুত্ব দেওয়া হয়েছে এ বাজেটে৷ এই দিন সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিজেপি খোয়াই জেলা কমিটির সাধারণ সম্পাদক সমীর কুমার দাস, সম্পাদক জয়ন্ত সাহা, পুর পরিষদের চেয়ারম্যান দেবাশিস নাথ শর্মা সহ অন্যান্য নেতৃত্ব৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *