কিশনগঞ্জ, ১০ জুলাই (হি. স.) : বিহারের কাটিহারের কারাগোলা গঙ্গা নদীর ঘাটে পুজো দিতে গিয়ে গঙ্গায় তলিয়ে মৃত্যু হল চার কিশোরের। ঘটনাটি ঘটেছে সোমবার।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতদের নাম শিবম কুমার (১৫), মোহন কুমার (১৬), হর্স কুমার (১৪) ও পাপ্পু কুমার (১৬)। প্রত্যেকেই কোরা ব্লকের খাইরিয়া গ্রামের বাসিন্দা। সোমবার কারাগোলা গঙ্গা নদীর ঘাটে যায় খাইরিয়া গ্রামের ছয় কিশোর। স্নান করে পুজো দেওয়ার কথা ছিল তাদের। তার আগে একটি শিশুকে তারা নদীতে তলিয়ে যেতে দেখে। শিশুটিকে বাঁচাতে নদীতে নেমে পড়ে ছ’জনই। সেই সময় হঠাৎই তলিয়ে যায় চার কিশোর। তাদের তলিয়ে যেতে দেখে আশপাশের জেলেরা নদীতে নামেন। ওই শিশু ও দুই কিশোরকে উদ্ধার করা গেলেও ডুবে যায় চারজন। পরে নদী থেকে চার কিশোরের দেহ উদ্ধার হয়। গোটা ঘটনাটি খতিয়ে দেখছে পুলিশ।