নদিয়ায় গরমে ভোটের লাইনে দাঁড়িয়ে থাকা ব্যক্তির মৃত্যু

কলকাতা, ১০ জুলাই (হি. স.) : সোমবার পঞ্চায়েত পুনঃভোটের সময় গরমের কারণে ভোটার লাইনে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তির মৃত্যু হয়েছে। ঘটনাটি নদিয়া জেলার তেহট্ট ঘোড়াদহ নম্বর এক গ্রাম পঞ্চায়েতের হালদারপাদা ভোটকেন্দ্রের। মৃতের নাম নবদীপ হালদার (৫৫)।

স্থানীয়রা জানান, প্রখর রোদে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে ছিলেন তিনি। গরমের কারণে তার শরীর খারাপ লাগছিল। লাইনে দাঁড়িয়ে বারবার বসে পরছিলেন। এরপর হঠাৎ সে নিচে পড়ে যায় আর জ্ঞান হারান। এরপর তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।