ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১০ জুলাই।। ফাইনাল আজ। খেতাবি দখলের লড়াইয়ে মুখোমুখি হবে সোনাপুর স্কুল ‘এ’ এবং ‘বি’ দল। বিদ্যাপীঠ মাঠে আজ সকাল ৯ টায় শুরু হবে ম্যাচটি। মহকুমা ক্রিকেট সংস্থা আয়োজিত সিনিয়র মহিলা ক্রিকেটে। দুদলেরই আসরে এটি তৃতীয় সাক্ষাৎকার। প্রথম দুই সাক্ষাৎকারে দুদলই একটি করে ম্যাচে জয়লাভ করেছে। আজ ফেভারিট হিসাবেই মাঠে নামবে সোনাপুর স্কুল ‘এ’ দল। আসরের প্রথম ম্যাচে পরাজয়ের পর দুর্দান্তভাবে ঘুরে দাড়িয়েছে সোনাপুর স্কুল ‘এ’ দলের ক্রিকেটাররা। তবে বিনা লড়াইয়ে এক ইঞ্চি জমি ছাড়তে নারাজ সোনাপুর স্কুল ‘বি’ দলের ক্রিকেটাররা। ফলে ২২ গজে ব্যাটে-বলের লড়াই জোড়দার হবে আশা করছেন মহকুমার ক্রিকেটপ্রেমীরা।
2023-07-10