সেরা সাফল্য : শান্তির বাজারে ১ বছরে চার মুকুট জয় কসমোপলিটনের

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১০ জুলাই।। একটি ক্লাবের চারটি মুকুট বিজয়। এবারই প্রথম সমগ্র মহকুমাতেই প্রথম ক্লাব, যারা এক বছর ৪টি খেতাব জয় করতে পেরেছে। ১৯৯৫ সাল থেকে টেনিস ক্রিকেট দিয়ে সূচনা। ২০ বছর বাদে ডিউস বল দিয়ে খেলা শুরু। এবারই প্রথম শান্তির বাজারে কসমোপলিটন ক্লাব চার চারটি মুকুট বিজয় করতে পেরেছে। অনূর্ধ্ব ১৫, অনূর্ধ্ব ১৩, সিনিয়র টি-টোয়েন্টি ক্রিকেটের পর সিনিয়র ক্লাব লীগ আসরেও কসমোপলিটন ক্লাব এবছর চ্যাম্পিয়ন হয়েছে । দারুন খুশি ক্লাবের সচিব হারাধন ভৌমিক থেকে শুরু করে ক্লাবের প্রত্যেক কর্মকর্তাবৃন্দ। খেলোয়াড়দের দারুন ভাবে সংবর্ধনা দেওয়ার জন্যও মনস্থির করে নিয়েছে ক্লাব কর্মকর্তারা। আসন্ন সার্বজনীন দুর্গাপূজায় সার্বজনীন মঞ্চেই শান্তির বাজারের নাগরিক সংবর্ধনা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশেষ করে রাজদীপ দত্ত, অমন দেবনাথ, জয় চক্রবর্তী তারিক মিয়ার মত খেলোয়াররা ক্লাবকে এবারের চার চারটি খেতাব ঘরে তুলতে সহযোগিতা করেছে। কোচ পার্থজিৎ দেবনাথ এবং টিসিএ অনুমোদিত কোচ দেবব্রত চৌধুরীর তত্ত্বাবধানে বাইখোরা স্কুল মাঠে খেলোয়াড়রা নিরলস অনুশীলন করেছে বলেই আজ তার রেজাল্ট পেয়েছে। আগামী দিনে খেতাব অক্ষূন্ন রাখার প্রয়াস এখন থেকেই শুরু করে দিতে চাইছে কোচ এবং খেলোয়াড়রা। শুধু তাই নয় আগামী দিনে মহিলা ক্রিকেটেও শান্তিরবাজার ক্রিকেট এসোসিয়েশনে নিজস্ব টুর্নামেন্টের পাশাপাশি রাজ্য আসরেও যেন সাফল্য পেতে পারে সেই প্রয়াসও থাকবে কর্মকর্তাদের। সচিব হারাধন ভৌমিক এ বিষয়ে বিস্তারিত জানিয়ে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদও জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *