মুর্শিদাবাদ, ৯ জুলাই (হি.স.): পঞ্চায়েত নির্বাচনের ভোটপর্ব মেটার পরেও মুর্শিদাবাদের সামশেরগঞ্জে অশান্তি অব্যাহত। রবিবার সকাল থেকে হিরানন্দপুরে নির্দল ও তৃণমূল সমর্থকদের বচসাকে কেন্দ্র করে শুরু হয় বোমাবাজি। এলাকায় একের পর এক বোমা পড়তে থাকে, চলে ইটবৃষ্টিও। বোমার শব্দে আতঙ্কিত গ্রামবাসীরা। খবর পেয়েও গ্রামে ঢুকতে পারেনি সামশেরগঞ্জ থানার পুলিশ।
পুলিশ জানিয়েছে, রবিবার সকাল থেকে সামশেরগঞ্জের হিরানন্দপুরে নির্দল ও তৃণমূল কংগ্রেস সমর্থকদের মধ্যে বচসাকে কেন্দ্র করে শুরু হয় বোমাবাজি। এলাকায় একের পর এক বোমা পড়তে থাকে, চলে ইটবৃষ্টিও। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা তৈরি হয়েছে। আতঙ্কিত স্থানীয় মানুষজন।