নয়াদিল্লি, ৯ জুলাই (হি.স.): রাষ্ট্রপতি ভবনে আগামীকাল দু’দিনের পরিদর্শক সম্মেলন ২০২৩ শুরু হচ্ছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু উচ্চ শিক্ষা সংক্রান্ত ১৬২-টি কেন্দ্রীয় প্রতিষ্ঠানের পরিদর্শক। তিনি আগামীকাল এই সম্মেলনে উদ্বোধনী ভাষণও দেবেন। উদ্ভাবন, গবেষণা এবং প্রযুক্তি উন্নয়ন বিভাগে ২০২১-এর পরিদর্শক সম্মান প্রদান করবেন তিনি।
কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানও এই সম্মেলনে ভাষণ দেবেন। আগামী মঙ্গলবার এই সম্মেলনে আলোচনার মূল ভাবনা “স্থায়ী উন্নয়নের জন্য শিক্ষা : উন্নততর বিশ্ব নির্মাণ”, আন্তর্জাতিকীকরণে প্রয়াস-জি ২০, গবেষণার অবদান এবং স্বীকৃতি ইত্যাদি বিষয়ে পাঁচটি বিভিন্ন গোষ্ঠী আলোচনা করবে।