কলকাতা, ৯ জুলাই (হি.স.): কখনও রোদ, তো কখনও আবার বৃষ্টি। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আপাতত এমনই থাকবে আবহাওয়া। ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের কোথাও আপাতত নেই। শহর এবং দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মাঝেমধ্যেই আকাশে থাকবে মেঘ, আবার রোদও উঠবে। সঙ্গে কোথাও কোথাও ঝিরঝিরে, কোথাও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে এখনও বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
আগামী কিছু দিন শহর, শহরতলি ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার তাপমাত্রা বাড়তে পারে। তাপমাত্রা বাড়লেও ৩৫ ডিগ্রির উর্ধ্বে যাবে না। কিন্তু, আর্দ্রতাজনিত অস্বস্তি অনুভূত হবে। বজায় থাকবে গুমোট গরমও। রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.৫ ডিগ্রি সেলসিয়াস,যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। আগামী ১১ ও ১২ জুলাই অস্বস্তিকর গরম ও রোদের তাপ কিছুটা বাড়তে পারে কলকাতায়। একইরকম আবহাওয়া থাকবে কলকাতা লাগোয়া জেলাগুলিতেও।