ক্যালিফোর্নিয়ায় যাত্রীদের নিয়ে ভেঙে পড়ল বিমান, ভিতরে থাকা ছ’জনেরই মৃত্যু

ক্যালিফোর্নিয়া, ৯ জুলাই (হি.স.): ক্যালিফোর্নিয়ায় দুর্ঘটনার কবলে পড়ল একটি যাত্রীবাহী বিমান। যাত্রীদের নিয়ে মাঠের উপর ভেঙে পড়ে একটি ব্যবসায়িক জেট বিমান। তাতে মোট ছ’জন ছিলেন। ঘটনাস্থলেই সকলের মৃত্যু হয়েছে। আমেরিকার সময় অনুযায়ী, শনিবার স্থানীয় সময় ভোর ৪টে ১৫ মিনিট নাগাদ দুর্ঘটনাটি ঘটে। ক্যালিফর্নিয়ার মুরিয়েটা শহরে ফ্রেঞ্চ ভ্যালি বিমানবন্দরের কাছেই বিমানটি ভেঙে পড়ে। দুর্ঘটনাস্থল সান দিয়েগো থেকে ৬৫ মাইল উত্তরে।

দেশের ফেডেরাল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন জানিয়েছে, লাস ভেগাসের হ্যারি রেইড আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা শুরু করেছিল সেসনা সংস্থার ব্যবসায়িক জেটটি। তাতে চালক, বিমানকর্মী-সহ ছ’জন ছিলেন। প্রত্যেকেরই মৃত্যু হয়েছে। তবে মৃতদের পরিচয় এখনও পর্যন্ত নিশ্চিত করা যায়নি। বিমানটি একটি মাঠের উপর ভেঙে পড়ে। সঙ্গে সঙ্গেই তাতে আগুন ধরে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলবাহিনী। তারাই আগুন নিভিয়ে বিমানের ধ্বংসাবশেষ থেকে ছ’জনের দেহ উদ্ধার করে।