লস অ্যাঞ্জেলস, ৯ জুলাই (হি.স.): আগামী শুক্রবার শুরু হচ্ছে মেজর লিগ ক্রিকেট। এই প্রতিয়োগিতা এবারই প্রথম। আইপিএলের একাধিক ফ্র্যাঞ্চাইজি এই লিগে দল কিনেছে। কলকাতা নাইট রাইডার্স ফ্র্যাঞ্চাইজি নিয়েছে লস অ্যাঞ্জেলস। চেন্নাই সুপার কিংস ফ্র্যাঞ্চাইজি কিনেছে টেক্সাস দল। নিউইয়র্ক ফ্র্যাঞ্চাইজি কিনেছে মুম্বই ইন্ডিয়ান্স টিম।
রাউন্ড রবিন ভিত্তিতে হবে টুর্নামেন্ট। ফাইনাল ৩১ জুলাই। টুর্নামেন্টের প্রথম দিন শুক্রবার ভারতীয় সময় সকাল ৬টায় শুরু হবে টেক্সাস সুপার কিংস বনাম লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্স ম্যাচ। পরদিন শনিবার ভারতীয় সময় অনুযায়ী রাত ২ টোয় প্রথম ম্যাচে নামছে মুম্বই ফ্র্যাঞ্চাইজির এমআই নিউইয়র্ক,মুখেমুখি হবে সান ফ্রান্সিসকো ইউনিকর্ন- এর।

