BRAKING NEWS

রাজ্য নির্বাচন কমিশনের অফিসের সামনে বিক্ষোভ বিজেপির, ১০ হাজার বুথে পুনর্নির্বাচনের দাবি

কলকাতা, ৯ জুলাই (হি.স.) : পঞ্চায়েত ভোটের দিন বাংলায় প্রাণ গিয়েছে ১৯ জনের। জখম হয়েছেন বহু মানুষ। বোমাবাজি, গুলিবৃষ্টি, ভোট লুট, ব্যালট বাক্স নষ্টের মতো ঘটনা ঘটেছে ভূরি ভূরি। এর জন্য কমিশনের নিষ্ক্রিয়তা ও পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে রাজ্য নির্বাচন কমিশনের সামনে রবিবারও বিক্ষোভে বসলেন বিজেপি কর্মীরা। ১০ হাজার বুথে পুনর্নির্বাচনের দাবি বিজেপির।
পঞ্চায়েত ভোটের দিন রাজ্য জুড়ে সন্ত্রাসের প্রতিবাদে শনিবারই কমিশনের গেটে তালা ঝুলিয়েছিলেন শুভেন্দু অধিকারী। এরপর রবিবার সজল ঘোষ, সোনালী গুহদের উপস্থিতিতে নির্বাচন কমিশনের অফিসের সামনে বিক্ষোভে বসলেন বিজেপি কর্মীরা। নির্বাচন কমিশনারকে চিঠি দিয়ে প্রায় সাড়ে ১০ হাজার বুথে পুনর্নির্বাচনের দাবি করেছে বিজেপি । পাশাপাশি অশান্তির অভিযোগ তুলে গণনার দিনও ১০-১২ দিন পিছিয়ে দেওয়ার দাবি তুলেছে তারা।

বিজেপি নেত্রী সোনালি গুহর দাবি, ভোটের নামে প্রহসন হয়েছে। প্রচুর মানুষ মারা গিয়েছে। আবার সজল ঘোষের দাবি, সবচেয়ে বেশি তো তৃণমূল কর্মী খুন হয়েছেন। আজ তো ওদের এখানে বসা উচিত ছিল। তাঁদের দাবি, রাজ্য় সরকারকে সরিয়ে তারপর পুনর্নিবাচন করা হোক। না হলে আবার একই ঘটনা ঘটবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *