তমলুক, ৯ জুলাই (হি. স.)তৃণমূলের বিরুদ্ধে ব্যালট বাক্সে কারচুপির অভিযোগে ধুন্ধুমার বাঁধল পূর্ব মেদিনীপুরের নন্দকুমারে। বিজেপির পথ অবরোধ তুলতে দফায় দফায় লাঠি চালাল পুলিশ। রবিবার সকালে নন্দকুমারের শ্রীকৃষ্ণপুর হাইস্কুলের সামনে তমলুক মেছেদা রাজ্য সড়ক অবরোধ করেন বিজেপি কর্মীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে ঘটনাস্থলে।
পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমার ব্লকের শ্রীকৃষ্ণপুর হাই স্কুলে গণনা কেন্দ্র করা হয়েছে। সেই গণনা কেন্দ্রে আসার আগেই শনিবার ব্যালট বাক্স চুরি হয়ে যায় বলে অভিযোগ। তারপর থেকেই শাসকবিরোধী দলগুলি বিক্ষোভ দেখাতে শুরু করে। রবিবার সকাল থেকেই শুরু হয় শ্রীকৃষ্ণপুর স্কুলের সামনে বিক্ষোভ। বিজেপির অভিযোগ, শ্রীকৃষ্ণপুর হাই স্কুলের স্ট্রং রুমে রাখা ব্যালট বাক্সগুলিতে শনিবার রাতে কারচুপি করেছে তৃণমূল। এই অভিযোগে রবিবার সকাল থেকে সিমেন্টের খুঁটি ফেলে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপি কর্মীরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। অবরোধ তুলতে লাঠি চালায় তারা। এর জেরে সাময়িকভাবে অবরোধ উঠলেও ফের বিক্ষোভ শুরু হয়। শুরু হয় পথ অবরোধ। ফের লাঠি চালায় পুলিশ। ২ জন অবরোধকারীকে গ্রেফতার করে নিয়ে যায় তারা।
বিজেপির অভিযোগ, শনিবার রাতে শ্রীকৃষ্ণপুর হাই স্কুলের ট্রং রুমে ঢুকে তৃণমূল নেতারা একাধিক ব্যালট বাক্সে কারচুপি করেছে। বদলে দেওয়া হয়েছে ব্যালট বাক্স। যদিও এব্যাপারে প্রশাসন বা কমিশনের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
পরিস্থিতি মোকাবিলায় ঘটনাস্থলে বিশাল পুলিশবাহিনী মোতায়েন রয়েছে। আপাতত রাজ্য সড়ক বাধাহীন।