হাফলঙে অবস্থিত এএসটিসি কার্যালয় সংস্কার এবং পর্যাপ্ত কর্মচারী নিয়োগের দাবিতে সোচ্চার জাদিখে নাইশো হসম

হাফলং (অসম), ৮ জুলাই (হি.স.) : ডিমা হাসাও জেলা সদর হাফলঙে অবস্থিত অসম রাজ্য পরিবহণ নিগম (এএসটিসি)-এর অধীন বেহাল কার্যালয় সংস্কার এবং পর্যাপ্ত কর্মচারী নিয়োগের দাবিতে সোচ্চার হয়েছে ডিমাসা জনগোষ্ঠীর বৃহৎ সংগঠন জাদিখে নাইশো হসম।

দীর্ঘদিন থেকে অসম রাজ্য পরিবহণ নিগমের হাফলঙে অবস্থিত ফ্ল্যাগস্টেশন ও কার্যালয়টি বেহাল অবস্থায় পড়ে রয়েছে। এমন-কি অনিয়মিত হয়ে পড়েছে বাস পরিষেবাও। তাছাড়া অসম রাজ্য পরিবহণ নিগমের হাফলং কার্যলয় চলছে একজন স্থায়ী কর্মচারী এবং দুজন ঠিকাভিত্তিক কর্মচারীকে দিয়ে। অসম রাজ্য পরিবহণ নিগমের হাফলং কার্যালয়ের একমাত্র সহকারী অধীক্ষক যিনি ডিফু কার্যালয়ের দায়িত্বেও রয়েছেন।
সম্প্রতি ওই সহকারী অধীক্ষককে আবার শিলচরে বদলি করা হয়েছে। এমতাবস্থায় অসম রাজ্য পরিবহণ নিগমের হাফলং কার্যলয়ে কর্মচরীর অভাব দেখা দিয়েছে। তাই এবার অসম রাজ্য পরিবহণ নিগমের হাফলংস্থিত কার্যালয়ে পর্যাপ্ত কর্মচারী নিয়োগ করা ও ডিমা হাসাও জেলার স্থানীয় বাসিন্দা সরকারি কর্মচারী সহ যাত্রী ও যে সব স্থানীয় ছাত্রছাত্রীরা বাইরে গিয়ে পড়াশোনা করে, তাঁদের কথা মাথায় রেখে বাস পরিষেবা সচল করে তুলতে ডিমাসা জনগোষ্ঠীর সর্বোচ্চ সংগঠন জাদিখে নাইশো হসম অসম রাজ্য পরিবহণ নিগমের ম্যানেজিং ডিরেক্টরকে এক স্মারকপত্র প্রেরণ করে এ ব্যাপারে অবিলম্বে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে।

স্মারকপত্রের প্রতিলিপি রাজ্যের পরিবহণ মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য, মন্ত্রী তথা স্থানীয় বিধায়ক নন্দিতা গার্লোসা, ও অসম রাজ্য পরিবহণ নিগমের চেয়ারম্যান মিশনরঞ্জন দাসের কাছেও পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *