গুয়াহাটি, ৮ জুলাই (হি.স.) : যাত্রীদের অতিরিক্ত ভিড় হ্রাস করতে অসমের রাঙাপাড়া নর্থ ও বিশাখাপট্টনমের মধ্যে একটি সাপ্তাহিক স্পেশাল ট্রেন ৯ জুলাই থেকে চারটি ট্রিপের জন্য চালানোর সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে এক প্রেসবার্তায় সাপ্তাহিক স্পেশাল ট্রেন পরিচালনা সম্পর্কে বিশদ তথ্য দিয়ে জানান, ট্রেন নম্বর ০৮৫৬১ রাঙাপাড়া নর্থ-বিশাখাপট্টনম) জনসাধারণ সাপ্তাহিক স্পেশাল ১১, ১৮, ২৫ জুলাই এবং ১ আগস্ট প্রত্যেক মঙ্গলবার রাঙাপাড়া নর্থ থেকে ০৫.১৫ ঘণ্টায় রওয়ানা দিয়ে পরের দিন ১৫.৩৫ ঘণ্টায় গন্তব্যস্থল বিশাখাপট্টনমে পৌঁছবে।
একইভাবে ট্রেন নম্বর ০৮৫৬২ বিশাখাপট্টনম-রাঙাপাড়া নর্থ জনসাধারণ সাপ্তাহিক স্পেশাল ৯, ১৬, ২৩ ও ৩০ জুলাই প্রত্যেক রবিবার বিশাখাপট্টনম থেকে ০০.১০ ঘণ্টায় রওয়ানা দিয়ে পরের দিন ১০.০০ ঘণ্টায় গন্তব্যস্থল রাঙাপাড়া নর্থে পৌঁছবে।
এই সাপ্তাহিক স্পেশাল ট্রেন গন্তব্যস্থলে পৌঁছনোর জন্য উভয় দিক থেকে বিজিয়ানগরম, পালাসা, ব্রহ্মপুর, ভুবনেশ্বর, কটক, খড়গপুর, ডানকুনি, বর্ধমান, মালদা টাউন, বারসোই, নিউ জলপাইগুড়ি, মাথাভাঙা, নিউ কোচবিহার, কোকরাঝাড়, নিউ বঙাইগাঁও, রঙিয়া ও ওদালগুড়ি স্টেশন হয়ে চলাচল করবে। ট্রেনটিতে ১৭টি জেনারেল সিটিং (জিএস) কোচ থাকবে। যাত্রীরা টিকিট কাউন্টার অথবা ইউটিএস অ্যাপের মাধ্যমে ভ্রমণ টিকিট ক্রয় করতে পারবেন বলে প্ৰেসবাৰ্তায় জানান উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে।

