ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৮ জুলাই।।প্রস্তুতি ম্যাচে বড় ব্যবধানে জয় পেলো প্রগতি প্লেসেন্টার। ১০৭ রানে পরাজিত করে ক্রিকেট অনুরাগীকে। অনূর্ধ্ব-১৩ বিভাগে। দীর্ঘদিন অনুশীলনের পর ক্রিকেটারদের মধ্যে কোথায় ফাকফোকড় রয়েছে তা দেখে নেওয়ার জন্য দুই সেন্টারের উদ্যোগে ওই প্রস্তুতি ম্যাচ। নোয়াবাদি মাঠে হয় ম্যাচটি। তাতে ব্যাটে-বলে দাপট দেখিয়ে জয় ছিনিয়ে নেয় নয়নমনে দেববর্মার ছেলেরা। ম্যাচে নজর কাড়ে শ্রেষ্ঠাংশু দেব। সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট নিয়ে ১৭০ রান করে। দলের পক্ষে শ্রেষ্ঠাংশু দেব ৫৭ (অপ:),ঋদ্ধিমান কর ২৯ এবং দেবপ্রিয় দে ২২ রান করে। জবাবে খেলতে নেমে প্রগতি পি সি-র বোলারদের আটোসাটো বোলিংয়ে মাত্র ৬৩ রানে গুটিয়ে যায় ক্রিকেট অনুরাগী। প্রগতির পক্ষে ইয়াশ দেববর্মা ৩ টি, দেবপ্রিয় দে এবং রাহুল খান ২ টি উইকেট পেয়েছে।
2023-07-08