সোনিপত, ৮ জুলাই (হি.স.): জনসংযোগ তৈরি করতে এবার কার্যত মাঠেই নেমে পড়লেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। সাধারণ মানুষের সঙ্গে মিশে যাওয়ার, তাঁদের সঙ্গে কথা বলতে প্রায়শই দেখা যায় কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে। এবারও তার অন্যথা হল না। শনিবার সকালে দিল্লি থেকে শিমলা যাওয়ার সময় হরিয়ানার সোনিপতে পৌঁছন রাহুল গান্ধী। সেখানে তিনি কৃষকদের সঙ্গে দেখা করেন, কথা বলেন তাঁদের সঙ্গে।
প্যান্ট গুটিয়ে মাঠে নেমে পড়েন রাহুল গান্ধী। কৃষকদের সঙ্গে অনেকটা সময় কাটান কংগ্রেস নেতা, শোনেন তাঁদের অভাব-অভিযোগ ও মনের কথা। জমিতে ধানও বুনলেন রাহুল, ট্রাক্টরও চালালেন তিনি। রাহুলকে কাছে পেয়ে খুশি কৃষকরাও। সাম্প্রতিক সময়ে মানুষের মধ্যে গিয়ে কথা বলতে বারবার রাহুলকে দেখা গিয়েছে। বেশ কিছুদিন আগেই দিল্লির কারোলবাগে গাড়ির মেকানিক ও পার্টস বিক্রেতাদের সঙ্গে দেখা করেন তিনি। গ্যারাজের মধ্যে গিয়ে কথা বলেন মেকানিকদের সঙ্গে। এবার কৃষকদের সঙ্গেও মাঠে নেমে কথা বললেন এবং বীজও রোপন করলেন তিনি।