দলীপ ট্রফি : অমীমাংসিত সেমিফাইনাল ইনিংস লিড নিয়ে ফাইনালে পশ্চিমাঞ্চল

পশ্চিমাঞ্চল: ২২০, ২৯৭.

মধ্যাঞ্চল: ১২৮, ১২৮/৪

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৮ জুলাই।। ব্যাটিং ব্যর্থতার দায় এড়াতে পারবেনা মধ্যাঞ্চল। গুরুত্বপূর্ণ সেমিফাইনাল ম্যাচ ড্র তে নিষ্পত্তি হয়েছে। তবে প্রথম ইনিংসে লিড নেওয়ার সুবাদে পশ্চিমাঞ্চল পৌঁছেছে দলীপ ট্রফির ফাইনালে। মধ্যাঞ্চলের ব্যাটিং পারফরম্যান্স প্রথম ইনিংসের তুলনায় দ্বিতীয় ইনিংসে একটু বেশি সমৃদ্ধ হওয়ায় সরাসরি পরাজয় রুখতে পেরেছে। তবে প্রথম ইনিংসে লিড নেওয়ার সুবাদে পশ্চিমাঞ্চল ফাইনালে খেলার ছাড়পত্র ছিনিয়ে নিয়েছে। পশ্চিমাঞ্চল বনাম মধ্যাঞ্চলের মধ্যে দলীপ ট্রফির সেমিফাইনাল ম্যাচ বেঙ্গালুরুর আলুর ক্রিকেট স্টেডিয়ামে ড্র-তে নিষ্পত্তি হয়েছে। প্রথমে ব্যাটিং এর সুযোগ পেয়ে পশ্চিমাঞ্চল ২২০ রানে ইনিংস শেষ করলে জবাবে মধ্যাঞ্চল ১২৮ রানে ইনিংস গুটিয়ে নিতে বাধ্য হয়। ৯২ রানে লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে পশ্চিমাঞ্চল ২৫৭ রান সংগ্রহ করে। মধ্যাঞ্চলের সামনে জয়ের জন্য বড় স্কোরের টার্গেট ছুঁড়ে দেয়। মধ্যাঞ্চলের ব্যাটার্সরা দৃঢ়তাপূর্ণ ব্যাট চালিয়ে সরাসরি পরাজয় রুখতে পেরেছে। খেলা শেষ হওয়া পর্যন্ত সময়ে ৩৫ ওভারে ৪ উইকেট হারিয়ে ১২৮ রান সংগ্রহ করেছে। ম্যাচ ড্র তে নিষ্পত্তি হয়েছে। সামগ্রিক ম্যাচে চেতেশ্বর পুজারার ১৩৩ রান এবং মধ্যাঞ্চলের শিবম মাভীর ৪৪ রানে ৬ উইকেট দখল উল্লেখযোগ্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *